এসআই বাবুল নিহতের ঘটনায় চালক-হেলপার কারাগারে

হাইকোর্টরাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল শেখ নিহতের ঘটনায় গ্রেফতার কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এই আদেশ দেন। আসামিরা হলো, কাভার্ডভ্যান চালক দেলোয়ার হোসেন ও হেলপার জাকির হোসেন। বিচারক শুনানি শেষে আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক মো. মনির হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে আসামিদের যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই বাবুল নিহত হন।