মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমার জামিন নামঞ্জুর

আদালতরাজধানীর আদাবরের মাইন্ড এইড  হাসপাতালে কর্মচারীদের মারধরে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালটির পরিচালক ফাতেমা খাতুনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামি ফাতেমার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।’

এর আগে রবিবার (২২ নভেম্বর) একই অভিযোগে মানসিক স্বাস্থ্যের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের জামিন দেন আদালত।

গত ২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফাতেমাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

গত ১৫ নভেম্বর ফাতেমা খাতুনের চার দিন এবং গত ১৭ নভেম্বর ডা. আব্দুল্লাহ আল মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১০ নভেম্বর সকালে আদাবর থানায় নিহতের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম নিহতের ঘটনাটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। এই হাসপাতালের স্বাস্থ্য অধিদফতরের কোনও অনুমোদন নেই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কোনও অনুমোদন নেই, চিকিৎসক নেই।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হাসপাতালটির কর্মচারীদের মারধরের পর নিহত হন আনিসুল করিম শিপন। তিনি ৩১তম বিসিএস পুলিশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।