ইসলাম নিয়ে কটূক্তি: রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর)  ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক  আস্‌সামছ জগলুল হোসেন প্রতিবেদন গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অপর আসামিরা হলেন, শাজাহান ও ইকবাল।

বাদী অ্যাডভোকেট ইমরুল হাসান বলেন, আজ প্রতিবেদন গ্রহণ করে তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

গত ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিন জনের বিরুদ্ধে  প্রতিবেদন দাখিল করেন ।

গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে  ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর বিচারক  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।