৯০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার মাদকের সহকারী পরিচালক রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকা থেকে এক ব্যবসায়ীর ৯০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক সহকারী পরিচালককে গ্রেফতার ও রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। তার নাম এস এম সাকিব হোসেন। একই সময় আমিুনল ইসলাম নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক সিপাহী ও হারুন নামে এক সোর্সকেও গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুলিশের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার লেনের এক সোনা ব্যবসায়ী কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারে বলা হয়েছে, ৭ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি তাকে তুলে নিয়ে ৯০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। অজ্ঞাত ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হলে কোতোয়ালি থানা পুলিশ প্রথমে ভুক্তভোগী ওই ব্যক্তির দুই কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাকিব হোসেনের নাম জানালে সোমবার (১৮ জানুয়ারি) সিপাহী আমিনুল ও সোর্স হারুনসহ তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, সহকারী পরিচালক সাকিব হোসেন মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তবে মাসখানেক ধরে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য রাজধানী ঢাকায় অবস্থান করছেন।