বঙ্গবন্ধুকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় তারেকের বিরুদ্ধে মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রমনা থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম এ মামলা করেন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) মামলার বাদী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি মনে করি তারেক ও তার সহযোগীদের শাস্তি হওয়া উচিত।

মামলার অভিযোগে বলা হয়েছে, জাতির জনককে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন তারেক রহমান। তার ইচ্ছাকৃত ইতিহাস বিকৃতির এই বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরির মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি হবে।