প্রেস ক্লাবে পুলিশের ওপর হামলা: মামলার প্রতিবেদনের তারিখ ঘোষণা

রাজধানীতে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৫ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার (১ মার্চ) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন।

এরআগে গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। সেখানে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে অ্যাকশনে নামে পুলিশ। এই সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় হামলা, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলা করে পুলিশ। রবিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে। মামলায় এজাহারনামীয় ৪৭ জন নেতাকর্মী ও অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।