চকবাজারে বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ গ্রেফতার ৪

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে রাজধানীর চকবাজারের চক সার্কুলার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো মো. হৃদয়, মো. মুন্না ওরফে রজব, মো. নুরে আলম তপু ও মোহাম্মদ রাব্বি। এ সময় তাদের থেকে ৫ হাজার ৯৯১ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য, একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (৫ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ -এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রেজাউল করিম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রয় করে আসছিল। এ ধরনের বিস্ফোরক জাতীয় পদার্থ বিক্রির ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি মানুষের জীবনহানিও হতে পারে।

গ্রেফতারদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় পৃথক মামলা হয়েছে।