ঘোষণা ছাড়া গুলি বহন, বিমানবন্দরে চিকিৎসক দম্পতি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পাঁচ রাউন্ড গুলিসহ চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে। ঘোষণা না দিয়ে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করায় তাদের আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান জানান, এক দম্পতি যশোর যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। সাধারণত অস্ত্র-গোলাবারুদ বহন করলে বিমানবন্দরে প্রবেশের আগেই ঘোষণা দিতে হয়। কিন্তু তারা ঘোষণা দেননি।  স্ক্যানিংয়ে তাদের ব্যাগে গুলি ধরা পড়ে।

এদিকে বিমানবন্দর থানা জানিয়েছে, তাদের অস্ত্রের লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।