সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ২ জন রিমান্ডে

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আসামিরা হলো– আল আমিন ও আলী হাসান ওসামা।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তাদের দুই জনকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৫ মে) সন্ধ্যায় শেরেবাংলা নগর থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। এছাড়া হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ‘উগ্রবাদী বক্তা’ আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে আজ (বৃহস্পতিবার) ভোরে গ্রেফতার করে পুলিশ।

আরও খবর: সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছিলো!