আইনজীবীর চেইন ছিনিয়ে নিয়ে গিলেই ফেললো ছিনতাইকারী

রাজধানীর বাংলামোটর সড়কে প্রাইভেট কারে থাকা এক আইনজীবীর  চেইন ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে তা গিলে ফেলে এক ছিনতাইকারী। ছিনতাইকারীকে পথচারী ও বাসযাত্রীদের সহায়তায় আটক করেছে পুলিশ।  তার পেট থেকে চেইন বের করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৯জুন) বিকালে রাজধানীর বাংলামোটরে ঘটনাটি ঘটে।  শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  সঞ্জয় বড়াল বাজু ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনজীবী এরেকা হাইকোর্ট থেকে কাজ শেষে তার ব্যক্তিগত প্রাইভেট কার চালিয়ে মিরপুরের বাসার দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি শাহবাগ হয়ে বাংলামটরের দিকে যাওয়ার সময়ে রাস্তায় হালকা যানজটে আটকে যায়। তখন প্রাইভেট কারটির গ্লাস খোলা ছিল। এ সময় এক ছিনতাইকারী তার গাড়িটির কাছে গিয়ে জানালা দিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে যায়। ছিনতাইকারী দৌড়ে সামনে একটি চলন্ত বাসে উঠে পরে। পেছন থেকে মানুষের চিৎকার শুনে লোকজন তাকে ধরে ফেলেন।

ছিনতাইকারীকে বাসযাত্রীরা ধরে ফেলার পর পুলিশে দেয়। সেখানে এসআই সঞ্জয়ও ছিলেন। তিনি বলেন, তাৎক্ষণিক ছিনতাইকারীকে আমরা আটক করি। সে চেইনটি গিলে ফেলে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা জানান তার পাকস্থলীতে চেইনটি রয়েছে।

এসআই সঞ্জয় বলেন, তাকে (ছিনতাইকারী) থানায় রাখা হয়েছে। বাদীও থানায় রয়েছেন। আর চেইনটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।