তথ্য গোপন করে এমবিবিএস উত্তীর্ণদের ফল বাতিলের নির্দেশ

ভর্তি পরীক্ষায় তথ্য গোপন করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল সরাসরি বাতিল করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

রবিবার (১৩ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিচারপতিদ্বয়ের স্বাক্ষরের পর আদেশের অনুলিপিটি প্রকাশিত হয়।

পরে আদেশ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

গত ১৯ মে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল ত্রুটিপূর্ণ দাবি করে তা সংশোধন সাপেক্ষে নতুন মেধা তালিকা প্রণয়ন করে সারাদেশের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তির নির্দেশনা চেয়ে রিট করেন ৩২৪ জন পরীক্ষার্থী। রিটে বিবাদী করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।

শুনানি শেষে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন মেধা তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন আদালত। গত ২৭ মে আদালত এ আদেশ দেন।

আদালত লিখিত আদেশে বলেছেন, গোপন তথ্য দিয়ে কেউ পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি তাদের রেজাল্ট বাতিল করতে হবে। রিট আবেদনকারীদের অভিযোগগুলো আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদেরকে জানাতে হবে।