কক্সবাজারে ইয়াবা গিলে ঢাকায় এসে ধরা

কক্সবাজার থেকে পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে ঢাকায় আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গ্রেফতার হওয়া যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল্লাহ (৪২)।

মঙ্গলবার (১৫ জুন) বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৪ জুন) রাতে ইউএস-বাংলার কক্সবাজার ফ্লাইটে ঢাকায় আসেন মোহাম্মদ শহীদুল্লাহ।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগেই ২৬৭০ পিস ইয়াবা গিলে ফেলেন। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। সোমবার রাত আটটায় কক্সবাজার থেকে ঢাকায় এসে নামার পর বিমানবন্দর আর্মড পুলিশ তাকে সন্দেহবশত আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এক্সরে পরীক্ষা করার পর অভিযুক্তের পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরে প্রাকৃতিক উপায়ে  তার পাকস্থলী থেকে একে একে ৫৮টি থলে বের করে আনা হয়। ৫৮টি থলেতে মোট ২৬৭০ পিস ইয়াবা পাওয়া যায়।’

অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।