উত্তরায় বাসায় নিরাপত্তাকর্মীর লাশ: মামলার প্রতিবেদন ৩১ আগস্ট

রাজধানীর উত্তরায় একটি বাসার নিচতলা থেকে সুবল চন্দ্র পাল নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত মামলার এজাহার গ্রহণ করেন। এরপর মামলাটি উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন গাজীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে রবিবার (১১ জুলাই) সুবল চন্দ্র পালের ছোট ভাই স্বপন চন্দ্র পাল অজ্ঞাতনামাদের আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে সুবল চন্দ্র পাল কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। প্রতিদিনের মতো ১০ জুলাই রাত ১১টার দিকে ওই বাড়ির গেট বন্ধ করে নিচ তলায় নিজের শোয়ার কক্ষে ঘুমিয়ে পড়েন সুবল চন্দ্র পাল। এরপর ১১ জুলাই ভোর সাড়ে ৪টায় বাড়ির মালিক হাসান ইমাম খান ফেরদৌস ফজরের নামাজের জন্য মসজিদে যান। নামাজ শেষে সোয়া ৫টার দিকে বাড়িতে এসে সুবল চন্দ্রকে ডাকাডাকি করেন বাড়ির মালিক হাসান ইমাম খান। এ সময় কোনও সাড়া শব্দ না পেয়ে তিনি রুমে গিয়ে দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন মালিক হাসান ইমাম খান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তার ভাই স্বপন চন্দ্র পাল অভিযোগ করেন, ১০ জুলাই রাত ১১ থেকে ১১ জুলাই ভোর সাড়ে ৪টার মধ্যে যেকোনও সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে পূর্বপরিকল্পিভাবে হত্যা করেছেন।