কারোনায় সুপ্রিমকোর্টের আইনজীবীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ রেহনুমা রব্বানী (৩৪)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

বুধবার (১৪ জুলাই) সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংসু লাল রায় জানান, রাত সোয়া তিনটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং ভোর চারটার দিকে তিনি ইন্তেকাল করেন।

কানিজ সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগমের (শাহানা রব্বানী) মেয়ে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

প্রসঙ্গত, কানিজ রেহনুমা রব্বানী ২০১৭ সালের ১ জানুয়ারি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। তার স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা।