নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য হাসান গুনবী রিমান্ডে

দাওয়াত-ই ইসলাম নামক ইসলামী সংগঠনের সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাওলানা মাহমুদুল হাসান গুনবী ওরফে হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শনিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহমুদুল হাসান গুনবীকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিরপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে জঙ্গি সংগঠনের সক্রিয় এই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত মাহমুদ হাসান গুনবী ওরফে হাসান মানুষকে এতটাই মোটিভেট করতে পারতেন যে, যে কেউ তাদের মতাদর্শে জড়িয়ে পড়তে কোনও পিছপা হতেন না।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তার আড়ালে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণা এবং জঙ্গিদের রিক্রুট করতেন মাহমুদুল হাসান গুনবী।  

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত হাসান গুনবীর খাগড়াছড়িতে একটা মাদরাসা রয়েছে। সেখানে নির্দিষ্ট একটি গ্রুপকে তিনি আলাদা করতেন। যেখানে তার যাতায়াত ছিল। অনেককে সেখানে নিয়েও যেতেন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসাগুলোর বিভিন্ন প্রচারণা এবং ওয়াজ মাহফিলে তিনি অংশ নিতেন। সেখানে বিভিন্ন ধরনের উগ্রবাদ বিষয়ক বক্তব্য দিয়েছিলেন গুনবী। এমনকি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উগ্রবাদ ছড়ানোর পরিকল্পনাও ছিল তার। এ ছাড়া জঙ্গি নেতা ওসামার প্রতিষ্ঠিত রাজবাড়ীতে একটি মাদরাসার উপদেষ্টা হিসেবে ছিলেন গুনবী।