যেভাবে উদ্ধার হয় পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন

ছিনতাইয়ের প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হয় ফোনটি।

সোমবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, সগির, সুমন মিয়া, জাকির, হামিদ আহম্মেদ, সোহাগ ওরফে আরিফ ও জীবন। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙা যন্ত্রাংশ জব্দ করা হয়।

যেভাবে উদ্ধার হয় ফোন

গত ১২ জুলাই ধানমন্ডি থানায় একটি ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের মামলা করেন এক নারী। ওই নারী রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী তার ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ ওই ছিনতাইকারীকে শনাক্ত করে। সগির ও সুমন নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর তিন আসামি গ্রেফতার হয়। তাদের কাছ থেকেই মন্ত্রীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল (আইফোন) ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।