জামিন পাননি ৯ কেজি সোনাসহ গ্রেফতার নারী

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৯ কেজি ২শ’ গ্রাম সোনাসহ গ্রেফতার মোছা. বানেছা খাতুনকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

এর আগে, ২০২০ সালের ২৮ আগস্ট যশোরের বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে ৯ কেজি ২’শ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ ওই গ্রামের দুখু মিয়ার স্ত্রী বানেছা খাতুনকে গ্রেফতার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারতে পাচারের সময় আটক করা ওই সোনার সে সময়কার বাজার মূল্য ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় ওইদিনই মামলা করা হয়। ওই গ্রামটি সীমান্তবর্তী হওয়ায় চোরাকারবারিরা সহজেই ভারতে বিভিন্ন জিনিসপত্র পাচার করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।