আইডিয়াল স্কুলের অফিস সহকারী আতিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী কাম উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৮ আগস্ট) মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই আদেশ জারি করেন। আতিকুর রহমান খানের বিরুদ্ধে সম্প্রতি অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি বাংলা ট্রিবিউনে আতিকুর রহমান খানের বিরুদ্ধে ‘বেতন পান ৩০ হাজার, ব্যাংকে লেনদেন শত কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ভর্তি বাণিজ্য করে একজন অফিস সহকারী শত কোটি টাকার মালিক হওয়ায় বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই গত ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছে চিঠি পাঠায়। ওই চিঠির প্রেক্ষিতে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করে।

সংশ্লিষ্ট একজন কমকর্তা জানান, মতিঝিল আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও ভর্তি বানিজ্য সিন্ডিকেটের পুরোটাই তিনি নিয়ন্ত্রণ করতেন। প্রতি বছর অবৈধভাবে ও অর্থের বিনিময়ে ভর্তি করিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। ঢাকায় তার একাধিক বাড়ি-গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ব্যাংকে কোটি কোটি টাকা গচ্ছিত করে রেখেছেন তিনি।