বিচারপতির মৃত্যুতে আজ বসছে না সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন, আজকের মামলাগুলো আগামীকাল বুধবার (২৫ আগস্ট) শুনানি হবে। অর্থাৎ আজকের কার্যতালিকায় থাকা মামলাগুলো আগামীকাল থাকবে, যেন বিচারপ্রার্থীরা হয়রানি না হন।

এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আমির হোসেন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিচারপতি আমির হোসেনের নামাজে জানাজা আজ বাদ জোহর দুপুর পৌনে ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনসংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।