নকল কসমেটিক-ভেজাল খাদ্য উৎপাদন: ১৫ লাখ টাকা জরিমানা  

রাজধানীর চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনী সামগ্রী ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে ১৫ লাখেরও বেশি টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলা ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

তিনি জানান, র‌্যাব-১০ ও বিএসটিআইয়ের প্রতিনিধি দলের সহযোগিতায় এ অভিযানে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ৬ লাখ টাকা, হাজী আব্দুল মজিদ স্টোরকে ৫ লাখ টাকা, অপর্না ট্রেডিং এজেন্সিকে ৩ লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা করে সর্বমোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২ লাখ টাকার ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন মজুত ও বিক্রি করে আসছিল বলে জানান এনায়েত কবির সোয়েব।