ঢামেকে মোবাইল চুরির সময় যুবক আটক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর কাছ থেকে মোবাইল চুরি করারর সময় পিন্টু (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।

জানা গেছে, মোবাইল চুরি করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে ঢামেকে দ্বায়িত্বরত আনসাররা তাকে হাসপাতালের একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, আটক পিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের এখানে প্রায়ই চুরির ঘটনা ঘটে। যে ছেলেকে আটক করা হয়েছে, এর আগেও তাকে ৩ বার একই অভিযোগে আটক করা হয়েছিল। থানায়ও দেয়া হয়েছে। কিছুদিন পর আবার বের হয়ে পুনরায় চুরি করতে আসে। তিনি বলেন, আমাদের এখানে বেশির ভাগ রোগীরাই গরিব, তারা কেউ মামলা করতে  চায় না।

বেশ কয়েক ঘণ্টা তাকে গাছে বেঁধে রাখা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি শোনার পর পর তাকে আমার এখানে আনা হয়েছে। 

আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহ আলম বলেন,  পিন্টু চিহ্নিত চোর। আনসার সদস্য আশরাফ তাকে আটক করে রেখেছিল।

বেশ কয়েক ঘণ্টা তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে- এ ব্যাপারে তিনি বলেন, এটা অন্যায় করেছে। বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে। 

পিন্টু কামরাঙ্গীচর এলাকায় থাকে। তার বাবার নাম মজিবুর রহমান।