অপতৎপরতাকারীদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে: ভারপ্রাপ্ত আইজিপি

কুমিল্লায় যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করতে গিয়ে ভারপ্রাপ্ত আইজিপি এসব কথা বলেন।

এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, আপনাদের কোনও উদ্বেগের কারণ নেই। বাংলাদেশ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকা মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনারা প্রাণ খুলে আনন্দ করেন।

এদিন গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও সনাতন সমাজকল্যাণ সংঘ কৃষিবিদ ইনস্টিটিউশনের খামার বাড়ি মন্দির পরিদর্শন করেন ভারপ্রাপ্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী ও ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।