জাল ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার এক

জাল ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির অভিযোগে রায়হান মিয়াজী রাব্বি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জোর্তিময় গোপ।

তিনি বলেন, এ বিষয়ে কাফরুল থানায় মামলা হয়েছে। ঢাকার মিরপুরের সেনপাড়া ৩০০/৩০১ নম্বর বাসা থেকে মো. রায়হান মিয়াজী রাব্বিকে (২৭) গ্রেফতার করা হয়।  রায়হান চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজারের মো. হান্নান মিয়ার ছেলে। রায়হানের বাসা থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়।  এ কম্পিউটারে বিভিন্ন বিদেশি নাগরিকের জাল পরিচয়পত্র প্রস্তুত করা অবস্থায় পাওয়া যায়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৫টি হার্ড ড্রাইভসহ একটি সিপিইউ জব্ধ করা হয়।

ধ্রুব জোর্তিময় গোপ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান স্বীকার করে যে, সে  ২০১৭ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন দেশের নাগরিকদের প্রায় সহস্রাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, পাসপোর্ট তৈরি ও সংশোধন করে তাদের কাছ থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (ভার্চুয়াল মানি) সংগ্রহ করে।