টিকটক সেলিব্রেটি বানানোর কথা বলে অপহরণ ও ধর্ষণ, গ্রেফতার ২

টিকটক সেলিব্রেটি বানানোর কথা বলে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে খিলগাঁও ও বনানী থেকে মাহি ও দিনার নামে দুজনকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, গ্রেফতারকৃত মাহি ও দিনার প্রথমে ফেসবুকে উঠতি বয়সী তরুণীদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতো। পরবর্তী সময়ে তাদের টিকটকের সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণ করতো। তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করতো। সেই সাথে যেন এ ঘটনা জানাজানি না হয় সেজন্য ভয়ভীতিও দেখাতো।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ভুক্তভোগীর পরিবার হাতিরঝিল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় ছায়াতদন্তে নামে তেজগাঁও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার রাতে খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভুক্তভোগী সেই কিশোরীকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ভুক্তভোগীকে ডিএমপির ভিকটিম সেন্টারে রাখা হয়েছে।