রোদ বৃষ্টির এই সময়ে...

রোদ বৃষ্টির এই সময়ে...

সময়টা রোদ বৃষ্টির। সকালে রোদ তো বিকেলে বৃষ্টি! এসময় চুল ও ত্বকের সুস্থতায় প্রয়োজন খানিকটা বাড়তি সচেতনতা। এ বিষয় নিয়ে টিপস দিয়েছেন রেড বিউটি পার্লারের কর্ণধার আফরোজা পারভীন-

 

  • প্রথম কথা হলো ভীষণ পরিষ্কার রাখতে হবে ত্বক।
  • সকালে রোদ থাকলে অবশ্যই সানব্লক ব্যবহার করতে হবে।
  • সানব্লকের কার্যকারিতা চার ঘন্টা পর্যন্ত থাকে। তাই প্রতিবার ব্যবহারের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
  • যেসব স্থান রোদে পোড়ার সম্ভাবনা আছে সব জায়গায় সানব্লক লাগাতে হবে। বিশেষভাবে ঠোঁটে লাগানো খুব জরুরি। কারণ লিপস্টিকের কেমিক্যাল এবং রোদের তাপ ঠোঁটকে কালো করে দেয়। প্রতি রাতে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাতে হবে।
  • বাইরে থাকার সময় হঠাৎ বৃষ্টি এলে বাড়িতে ফিরে মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ড্রাই ও নরমাল স্কিনের জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
  • বাইরে বের হওয়ার সময় ব্যাগে ছাতা, সানগ্লাস, সানব্লক, ফেসওয়াস ইত্যাদি রাখতে ভুলবেন না।
  • বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে অবশ্যই চুলে শ্যাম্পু করবেন।

 

/এনএ/