টব নিজেই গাছে পানি দেয়! (ভিডিও টিউটোরিয়াল)

গাছে পানি দেওয়া টব

ইনডোর গার্ডেনিংয়ের শখ থাকলেও নিয়ম করে পানি দেওয়ার ভয়ে সেই শখ জলাঞ্জলি দেন অনেকে। তার ওপর বড় ছুটিতে বাসার বাহিরে গেলে পানি না পেয়ে গাছ মরে যাওয়ার ভয়ও আছে। তবে টব তৈরিতে একটু ক্রিয়েটিভিট দেখালেই আপনি মুক্তি পাবেন প্রতিদিন পানি দেওয়ার টেনশন থেকে। পুরো এক সপ্তাহ আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত।

যা লাগবে

একেবারেই খরচহীন পদ্ধতির জন্য লাগবে একটি এক লিটার বা তার চেয়ে বড় ঢাকনাসহ প্লস্টিক বোতল ও  একটি ছোট পাটের দড়ি।

যেভাবে বানাবেন

প্রথমে প্লাস্টিকের বোতলটি অর্ধেক বরাবর কেটে নিন। ঢাকনায় একটি ছোট ফুটো করে নিন। ফুটো মধ্য দিয়ে পাটের দড়ি প্রবেশ করান। দড়ির অর্ধেক বাহিরে ও অর্ধেক ভেতরে থাকবে। এরপর ডাকনাসহ অংশ মাটি দিয়ে ভরাট করে নিন। দড়ির অর্ধেক মাটির নিচে চলে যাবে বাকী অর্ধেক থাকবে বাহিরে। অনেকটা পিদিমের মতো।

সেটিং

ঢাকনা ছাড়া অংশে অর্ধেক পরিমাণ পানি দিন। এবার ঢাকনাসহ অংশকে ঢাকনা ছাড়া অংশে ঢুবিয়ে দিন। দড়িসহ ঢাকনা থাকবে পানির নিচে। তৈরি হয়ে গেলো ‘সেলফ ওয়াটারিং ইনডোর প্ল্যান্ট টব’।

এবার ইচ্ছেমত ইনটোর প্ল্যান্ট লাগিয়ে দিন টবে। পানি শেষ হয়ে গেলে উপরের অংশ তুলে আবার পানি দিয়ে দিতে হবে। টবকে আকর্ষনীয় করতে নিজের মতো করে রঙ করে নিতে চাইলেও সমস্যা নেই।

ভিডিও টিউটোরিয়াল: 

/এফএএন/