কমলার খোসা ফেলে দিচ্ছেন?

কমলার খোসা অপ্রয়োজনীয় ভেবে ফেলে না দিয়ে তৈরি করে ফেলতে পারেন চমৎকার সুগন্ধি মোমবাতি! সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এটি দূর করবে ঘরের কটু গন্ধও। দৃষ্টিনন্দন মোমবাতি সাজাতে ব্যবহার করুন লবঙ্গ। খাবার টেবিলে জ্বেলে দিন হাতে তৈরি মোমবাতি। সুগন্ধ ছড়ানো এই মোমবাতি প্রশংসা কুড়াবে অতিথিদের।

দেখে নিন কীভাবে তৈরি করবেন সুগন্ধি মোমবাতি-

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে
কমলা মাঝ বরাবর কেটে সাবধানে আলাদা করে নিন খোসা। এমনভাবে আলাদা করবেন যেন কমলার সাদা সুতার মতো আঁশ খোসার মাঝে রয়ে যায়।

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

মাঝের বড় আঁশ বাদে ছোট ছোট আঁশ পরিষ্কার করে নিন। এবার অলিভ অয়েল ঢালুন খোসার মধ্যে। কিছুক্ষণ অপেক্ষা করুন। কমলার খোসা অলিভ অয়েল টেনে নিলে আরও খানিকটা তেল দিন।

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

এবার বাকি অর্ধেক খোসার উপরের অংশ নকশা করে কাটুন।

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

তেল দেওয়া খোসার মাঝের মোটা আঁশে আগুন ধরিয়ে দিন। নকশা করে কাটা বাকি অর্ধেক অংশ বসিয়ে দিন উপরে। 

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

চাইলে লবঙ্গ দিয়ে নকশা করে নিতে পারেন মোমবাতি। 

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

তৈরি হয়ে গেল সুগন্ধি মোমবাতি!


সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

সুগন্ধি মোমবাতি তৈরি করবেন যেভাবে

 

/এনএ/