ট্যাটু করাবেন?

ঘাড়ের কাছে ডানা মেলা ছোট্ট পাখি অথবা বাজুতে হালকা কোনও নকশার ট্যাটু দেখতে কিন্তু বেশ লাগে! আপনিও যদি শরীরে এঁকে নিতে চান ফ্যাশনেবল নকশার কোনও ট্যাটু তবে মনে রাখতে হবে কয়েকটি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে।

ট্যাটু


জেনে নিন ট্যাটু করার আগে ও পরে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে-

  • প্রথমেই ট্যাটু সম্পর্কে বেসিক কিছু খোঁজখবর নিয়ে নিন। ট্যাটু করার প্রক্রিয়া সম্পর্কে জেনে তারপর সিদ্ধান্ত নিন।
  • ট্যাটু করতে হলে ব্যথা সহ্য করার মানসিকতা থাকতে হবে।
  • ট্যাটু আর্টিস্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই কার কাছ থেকে করাবেন সেটি সিদ্ধান্ত নিন ও তার সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর করুন।
  • প্রথমেই বড় কোনও নকশা করাবেন না। ছোট ছোট ফ্যাশনেবল নকশা দিয়ে শুরু করুন ট্যাটু।
  • মুখের ত্বকে কখনোই ট্যাটু করাবেন না।
  • নকশায় নামের বর্ণ বা শব্দ পরিহার করাই ভালো।
  • ট্যাটু করতে যাওয়ার সময় সঙ্গে অভিজ্ঞ কাউকে নিয়ে নিন।
  • ট্যাটু করার প্রয়োজনীয় সরঞ্জাম যেন আপনার সামনেই প্যাকেট থেকে খোলা হয় এবং ব্যবহার শেষে সেগুলো যেন ফেলে দেওয়া হয় সেদিকে লক্ষ রাখুন।
  • ট্যাটু করার সময় অতিরিক্ত ঘাম যেন না হয় সেদিকে খেয়াল রাখুন।
  • অতিরিক্ত ব্যথাবোধ হলে একবারে না করিয়ে কয়েকটি সিটিং-এ শেষ করুন ট্যাটু।
  • ট্যাটুর যত্নআত্তি সম্পর্কে জেনে নিন এবং সেই অনুযায়ী যত্ন করুন যেন দীর্ঘদিন ভালো থাকে ট্যাটু।
  • ট্যাটু করানোর পর অ্যালার্জি বা অন্যান্য যেকোনও সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন দ্রুত।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/