কাপড়ের চুইংগাম দূর হবে ৫ উপায়ে

হঠাৎ কাপড়ে চুইংগাম লেগে যাওয়া বড় দুর্ঘটনা সন্দেহ নেই! চুইংগাম যেখানেই লাগুক না কেন, সহজে উঠতে চায় না। এটি দূর করতে গিয়ে অনেক সময় দামি কাপড় নষ্ট হয়ে যায়। কয়েকটি উপায় জানা থাকলে ঝটপট উঠিয়ে ফেলতে পারবেন চুইংগাম।

কাপড় থেকে চুইংগাম দূর হবে ঝটপট

জেনে নিন কাপড় থেকে চুইংগাম ওঠানোর ৫টি উপায়-   

গরম ভিনেগার
ভিনেগার সামান্য গরম করে নিন। গরম ভিনেগারে চুইংগাম লেগে থাকা কাপড়ের অংশ ডুবিয়ে রাখুন কয়েক মিনিট। চুইংগাম নরম হয়ে আসলে টুথব্রাশের সাহায্যে উঠিয়ে ফেলুন।

ইস্ত্রির সাহায্যে
ইস্ত্রি করার বোর্ডের উপর কার্ডবোর্ড বসিয়ে নিন। কাপড়ের চুইংগাম লেগে থাকা অংশ কার্ডবোর্ডের উপর রেখে আরেকটি কাপড় বিছিয়ে দিন উপরে। ইস্ত্রি গরম করে বারকয়েক চেপে নিন কাপড়ে। চুইংগাম গলে কার্ডবোর্ডে লেগে যাবে।

কাপড় কাচার সাবান
চুইংগাম যে অংশে লেগেছে সেই অংশে কাপড় কাচার সাবান মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর টুথব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।

হেয়ার স্প্রে
হেয়ার স্প্রের সাহায্যেও উঠিয়ে ফেলতে পারবেন কাপড়ে লেগে থাকা চুইংগাম। কাপড়ের চুইংগামের উপর হেয়ার স্প্রে দিন। কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যাবে চুইংগাম। তখন সহজেই টেনে উঠিয়ে ফেলুন।

ফ্রিজ
মুখবন্ধ প্লাস্টিকের ব্যাগে চুইংগাম লেগে থাকা কাপড় রাখুন। লক্ষ রাখবেন যেন চুইংগাম যেন সরাসরি ব্যাগের সঙ্গে লেগে না থাকে। ব্যাগটি ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। তারপর সহজেই উঠিয়ে ফেলুন চুইংগাম।

 

/এনএ/