৫ উপায়ে পিম্পল দূর

পিম্পলপিম্পল নিয়ে বিব্রত কমবেশি সবাই। ছেলে-মেয়ে নির্বিশেষে পিম্পলের যন্ত্রণায় অস্থির হয়েছেন। আসলেসুন্দর মসৃণ উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই। সেই ত্বক পেতে খুব সহজে পিম্পল দূরের কিছু কার্যকরি উপায় জানিয়ে দিচ্ছি।

১) একটি পাত্রে লেবুর ফ্রেশ রস নিয়ে তারমধ্যে কটন বল ভিজিয়ে সারা রাত কটন বলটি পিম্পলের উপর রেখে ঘুমিয়ে পড়ুন। সকাল বেলা পরিস্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২)আদা পাতলা টুকরো করে কেটে ১০-১৫ মিনিট আস্তে আস্তে একনে বা পিম্পল এর উপর ঘষে ঘষে পরিস্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩)বরফের টুকরো তুলা দিয়ে মুড়িয়ে প্রতিদিন কয়েকবার পিম্পলের ওপর কিছু ক্ষণ রেখে দিন। এতে পিম্পলের লালচে ভাব দূর হবে এবং দগদগে ভাবও দ্রুত কমে যাবে।

৪) এক টেবিল চামচ বেকিং সোডা লেবুর রস বা পরিস্কার পানি দিয়ে গুলিয়ে পিম্পলের উপর না শুকানো পর্যন্ত রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫) এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ দুধ একত্রে মিশিয়ে পিম্পলের উপর ২০ মিনিট পর্যন্ত রেখে দিন।

আশা করছি এই পাঁচ উপায়ে আপনার পিম্পল দূর হবে শিগগির।

/এফএএন/