ত্বকের রোদে পোড়া দাগ দূর করবেন যেভাবে

যদিও আজকাল বৃষ্টির দেখাই মিলছে বেশি, তবুও ত্বকের রোদে পুড়ে কালচে হয়ে যাওয়া দাগ যেন কমছেই না! ঘরোয়া যত্নে ত্বকের এই রোদে পোড়া ভাব দূর করতে পারেন। প্রাকৃতিক এসব উপাদানের সাহায্যে দাগ তো দূর হবেই, পাশাপাশি ত্বকে আসবে চমৎকার জৌলুস।

প্রাকৃতিক উপাদানের সাহায্যে দূর করতে পারেন ত্বকের রোদে পোড়া দাগ
জেনে নিন কী কী উপাদান ব্যবহার করে দূর করবেন ত্বকের রোদে পোড়া দাগ-  
লেবু
রোদে পোড়া ত্বকে সরাসরি লাগাতে পারেন লেবুর রস। পোড়া অংশে লেবু ঘষে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
টমেটো
টমেটো স্লাইস করে কেটে ত্বকে ঘষুন। আধা ঘণ্টা পর পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।
বেকিং সোডা
লেবু অর্ধেক করে কেটে বেকিং সোডা লাগিয়ে নিন। এবার ধীরে ধীরে রোদে পুড়ে যাওয়া অংশে লাগান। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
শসা
শসা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। স্লাইস করে কেটে ঠাণ্ডা শসা ত্বকে ঘষে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে অ্যালোভেরা জেলের জুড়ি নেই। ত্বকে সরাসরি লাগান অ্যালোভেরা জেল। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আলু
আলু টুকরা করে কেটে ঘষে ঘষে লাগান রোদে পোড়া ত্বকে। চাইলে আলু বেটেও লাগাতে পারেন। প্রতিদিন এটি ব্যবহার করলে রোদে পোড়া কালচে দাগ দূর হবে।  
লেবুর খোসা
নারকেল তেলে লেবুর খোসার গুঁড়া ভিজিয়ে রাখুন। ৩ ঘণ্টা পর রোদে পোড়া ত্বকে ব্যবহার করুন এটি। ফিকে হয়ে আসবে দাগ।  

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/