কলার খোসা: দূর হবে ব্রণ

ব্রণ নিয়ে চিন্তিত? প্রতিদিন রাতে ঘুমানোর আগে ত্বকে ঘষুন কলার খোসা। এটি নিয়মিত ত্বকে ব্যবহার করলে ব্রণ দূর হবে। পাশাপাশি ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

কলার খোসা

যেভাবে ব্যবহার করবেন

  • পাকা কলার খোসা টুকরা করে কেটে নিন।
  • ভেতরের অংশ ব্রণযুক্ত ত্বকে ঘষুন।
  • কলার খোসা কালচে হয়ে গেলে নতুন আরেকটি নিন। এভাবে ১০ মিনিট ম্যাসাজ করুন ত্বক।
  •  মুখ ধোবেন না। এভাবেই ঘুমিয়ে পড়ুন রাতে।
  • পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
  • এভাবে ত্বকে প্রতিদিন ব্যবহার করুন কলার খোসা।   

ত্বকে কলার খোসা ব্যবহার করবেন কেন?

  • কলার খোসায় রয়েছে ভিটামিন এ, বি, সি ও ই। এগুলো ত্বকের যত্নে অনন্য।
  • কলায় আরও রয়েছে আয়রন, জিঙ্ক ও পটাসিয়াম। এগুলো ব্রণ দূর করতে সাহায্য করে ও ত্বক উজ্জ্বল করে।
  • ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করার পাশাপাশি ত্বকের ইনফেকশন দূর করে কলার খোসা।
  • কলায় থাকা এনজাইম ত্বকের কালচে দাগ দূর করে।
  • কলায় খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট   

/এনএ/