হাটুরের 'হাট'

20626836_10210742627106698_5922790948576201711_oঈদের আর মাত্র কয়েকদিন বাকি। বাজারঘাট এখনও বাকি রয়ে গেছে। এই সময় যদি অনেকগুলো অনলাইন শপিং আউটলেট এক ছাদের নিচে মেলায় অংশ নেয় সেটি কী দারুণ হয় না? ঈদকে জমজমাট করতে অনলাইন শপিং গ্রুপ হাটুরে আয়োজন করতে যাচ্ছে ঈদ মেলার।

পান্থপথ স্কয়ার হাসাপাতালের পাশে মাদল আড্ডাঘরেরই হতে যাচ্ছে এই উন্মুক্ত হাট। এই হাট চলবে ১৮ ও ১৯ আগস্ট। শুক্রবার ও শনিবার দুই ছুটির দিনে জম্পেশ কেনাকাটা করতেই এই আয়োজন। হাট উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশী পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে দেশি পণ্যের ফেসবুক ভিত্তিক উদ্যোক্তাদের নিয়ে পরিচালিত গ্রুপ হাটুরে এবারই প্রথম অনলাইনের গন্ডি পেরিয়ে উন্মুক্ত হাটের আয়োজন করছে। প্রথম হাটে অংশ নিচ্ছেন হাটুরে গ্রুপের ১২ সদস্য।

এই হাটে পাওয়া যাবে দেশীয় তাঁতের শাড়ি ও অন্যান্য পোশাক, গয়না, গৃহসজ্জা সামগ্রী, অর্গানিক খাবার-দাবার ও প্রসাধন সামগ্রী, শিশু পন্য'সহ আরও অনেক অনেককিছু।

বিস্তারিত জানতে ঘুরে আসুন হাটুরের অনলাইন পেইজে।

/এফএএন/