রিঠা ও শিকাকাই দিয়ে শ্যাম্পু বানাবেন যেভাবে

চুল পড়া, খুশকিসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন? ঘরে তৈরি ভেষজ শ্যাম্পু দূর করতে পারে এসব সমস্যা। রিঠা, শিকাকাই ও কমলার খোসার তৈরি শ্যাম্পু নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে। এছাড়া খুশকি ও চুল পড়ার সমস্যা দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়াতেও এর জুড়ি নেই। 

শিকাকাই ও রিঠা

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ভেষজ শ্যাম্পু  

  • চুলায় মৃদু আঁচে সসপ্যান দিন। ৪ কাপ পানি দিয়ে দিন প্যানে।
  • মুঠোভর্তি রিঠা। কমলার খোসা টুকরা ও কয়েকটি শিকাকাই দিন।
  • রিঠা ও শিকাকাই নরম হয়ে গেলে চুলা থেকে প্যান নামিয়ে মিশ্রণটি ঠাণ্ডা করুন।
  • শিকাকাই ও রিঠা থেকে বীজ বের করে ছেঁকে নিন মিশ্রণ। শ্যাম্পুর বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে এটি।
  • রেগুলার শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই ভেষজ শ্যাম্পু।

DSC_0708

জেনে নিন

  • অল্প সময়ে শ্যাম্পু বানাতে চাইলে আগের দিন রাতে রিঠা ও শিকাকাই ভিজিয়ে রাখুন।
  • সাধারণ শ্যাম্পুর মতো এই শ্যাম্পুতে ফেনা হবে না। তবে প্রাকৃতিকভাবে এটি চুল পরিষ্কার রাখতে সাহায্য করবে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট