হাঁটু ও কনুইয়ের কালচে দাগ দূর করবেন যেভাবে

হাঁটু ও কনুইয়ের ত্বকের চামড়া কালচে হয়ে গেছে? জেনে নিন কীভাবে দূর করবেন এই দাগ।

Anti-Aging-For-Elbows-and-Knees

  • পরিমাণ মতো বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাঁটু ও কনুইয়ের ত্বকে পেস্ট লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করলে কালো দাগ দূর হবে।
  • আলু থেঁতো করে হাঁটু অথবা কনুইয়ের ত্বকে লাগান ৷ আলুর খোসাও লাগাতে পারেন।  সপ্তাহে দুই দিন এভাবে লাগালে দূর হলে কালো দাগ।
  • ফ্রেশ অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন হাঁটু ও কনুইয়ে। এটি কালচে দাগ দূর করার পাশাপাশি ত্বকের অতিরিক্ত রুক্ষতাও দূর করবেন।

তথ্য: বোল্ডস্কাই