চোখের পাপড়ি ঘন করবেন যেভাবে

চোখের পাপড়ি অতিরিক্ত পাতলা? জেনে নিন কীভাবে চোখের পাপড়ি ঘন করবেন। একইভাবে ঘন করতে পারেন ভ্রুও।

natural eyelash extensions set price owen sound

  • সামান্য নারকেলের দুধের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন।
  • মাস্কারার ব্রাশের সাহায্যে মিশ্রণটি চোখের পাপড়িতে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • চাইলে তুলার টুকরা ভিজিয়েও চোখের উপর রাখতে পারেন।
  • নিয়মিত এটি ব্যবহার করলে চোখের পাপড়ির বৃদ্ধি বাড়বে ও ঘন হবে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট