গরমে ত্বকের যত্নে ঘরোয়া স্ক্রাব

গরমের তীব্রতা ও দূষিত বাতাস আপনার ত্বককে করে তোলে শুষ্ক ও নিস্তেজ। তাই গরমে ত্বক সুস্থ রাখার জন্য প্রয়োজন নিয়মিত যত্ন। এ সময় স্ক্রাব করা জরুরি নিয়মিত। স্ক্রাব ত্বকের গভীর থেকে পরিষ্কার করে ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। জেনে নিন স্ক্রাব কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।

10.-Oatmeal-And-Sugar-Scrub ল্যাভেন্ডার অয়েল, ওটমিল এবং অলিভ অয়েল
১ টেবিল চামচ ওটমিলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ৩-৪ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। মিশ্রণটি ভেজা মুখে ঘষে ঘষে লাগান। ৫-১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
কমলার খোসার গুঁড়া নারিকেল তেল
আধা টেবিল চামচ কমলার খোসার গুঁড়া এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা মুখে লাগিয়ে ঘষে নিন। মুখ ধুয়ে টোনার ব্যবহার করুন।
চিনি, লেবুর রস এবং রোজ এসেনশিয়াল অয়েল
আধা টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস এবং ৩-৪ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভালো মতো নেড়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ঘষে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চালের গুঁড়া, দুধ এবং গোলাপজল
১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে আধা টেবিল চামচ দুধ এবং আধা টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ঘষে নিন ।শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কোকো পাউডার মধু
আধা টেবিল চামচ কোকো পাউডার এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। হালকাভাবে ঘষে ক্লিনজার এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কফি এবং অ্যামন্ড অয়েল
আধা টেবিল চামচ কফি এবং ১ টেবিল চামচ অ্যামন্ড অয়েল মিশিয়ে নিন। ভেজা মুখে মিশ্রণটি লাগিয়ে ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই