ত্বকে সুপার গ্লু লেগেছে?

প্রচণ্ড শক্তিশালী আঠা সুপার গ্লু অসাবধানতাবশত ত্বকে লেগে গেলে ভয় পাবেন না। অযথা টানাটানি করতে গিয়ে ত্বকের ক্ষতি না করে কয়েকটি সাধারণ উপায় মেনে খুব সহজেই দূর করতে পারেন সুপার গ্লু।

step-2-rub-salt-over-the-glue-and-soak-it-in-warm-water-to-remove-super-glue-from-skin-600x400
পদ্ধতি ১
একটি বাটিতে কুসুম গরম পানি নিন। আঠা লেগে যাওয়া অংশ ১০ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে। জদিন আঙুলে না লেগে শরীরের অন্য কোথায় লাগে তাহলে গরম তোয়ালে ভিজিয়ে চেপে ধরে রাখুন। এবার আঠাযুক্ত ত্বকে লবণ ঘষে নিন। ১ মিনিট জোরে জোরে ঘষার পর দেখবেন উঠতে শুরু করেছে সুপার গ্লু। আরও ২ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন ত্বক। খুব সহজেই উঠে আসবে আঠা।   
পদ্ধতি ২
৬ থেকে ৭ ফোঁটা লিকুইড ডিশ ক্লিনার এক কাপ পানিতে মিশিয়ে নিন। আঠা লেগে যাওয়া ত্বক ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এক পাশ থেকে আঠা উঠতে শুরু করলে টেনে উঠিয়ে ফেলুন।
পদ্ধতি ৩
অলিভ অয়েলের সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ঘষে ঘষে উঠিয়ে ফেলুন ত্বকে লেগে যাওয়া সুপার গ্লু। 

তথ্য: ফ্যাব হাউ