টুথপিকের আরও কিছু ব্যবহার

দাঁত পরিষ্কারের জন্য ব্যবহৃত টুথপিক কিন্তু কাজে লাগাতে পারেন আরও বিভিন্নভাবে। জেনে নিন টুথপিকের আরও কিছু ব্যবহার সম্পর্কে।

টিপের মুখ খুঁজে পাওয়ার জন্য

  • টেপের রোলের শুরুটা খুঁজে পাওয়া বেশ মুশকিলের ব্যাপার। এই সমস্যা থেকে মুক্তি পেতে টেপের শুরুর অংশে টুথপিক জড়িয়ে রাখুন। খুঁজে পাবেন চট করে।
  • একসঙ্গে অনেকগুলো মোম জ্বালাতে চাইলে টুথপিকে আগুন ধরিয়ে একটা একটা করে মোম জ্বালান।

একের অধিক মোম জ্বালাতে

  • টুথপিকের আগায় তুলা পেঁচিয়ে কিবোর্ড অথবা যেকোনো যন্ত্রাংশের আনাচে কানাচে পরিষ্কার করতে পারেন খুব সহজেই।

যন্ত্রাংশ পরিষ্কার করতে

  • পাইপের ছিদ্র বন্ধ করতে টুথপিক ঢুকিয়ে দিন। ভালোভাবে ভেতরে চলে গেলে বাইরে বেরিয়ে থাকা অংশ কেটে ফেলুন। এবার উপরে শক্তিশালী আঠাযুক্ত টেপের সাহায্যে র‍্যাপ করে নিন।

পাইপের ছিদ্র বন্ধ করতে

  • নেইল আর্টের জন্য ব্যবহার করতে পারেন টুথপিক।

নেইল আর্ট করতে

  • কেক বেক করার পর টুথপিক দিয়ে ছিদ্র করে দেখুন ঠিক মতো বেক হয়েছে কিনা। যদি টুথপিকে কিছু লেগে না থাকে, তবে কেক বেক হয়েছে ঠিকঠাক।  

তথ্য: ফ্যাব হাউ