অ্যালোভেরা জেল সংরক্ষণ পদ্ধতি

ত্বকের যত্নে ব্যবহার করা হয় তাজা অ্যালোভেরা জেল। অ্যালোভেরার জেল দিয়ে তৈরি শরবতও স্বাস্থ্যকর। হাতের কাছে পাওয়া না গেলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অ্যালোভেরার পাতা ও জেল। সঠিক উপায়ে সংরক্ষণ করলে ৬ মাস পর্যন্ত ভালো রাখা যায় অ্যালোভেরা জেল।

intro-to-make-diy-aloe-vera-gel-600x900  

  • অ্যালোভেরার পাতা ফ্রিজে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত তাজা রাখতে পারবেন। ফ্রিজে রাখার আগে প্রতিটি পাতা পাতলা প্লাস্টিকে মুড়ে দুইদিকের মুখ বন্ধ করে দিন।  
  • অ্যালোভেরার পাতা থেকে চামচ দিয়ে জেল সংগ্রহ করুন। ব্লেন্ডারে ব্লেন্ড করে মুখবন্ধ বয়ামে নিয়ে ফ্রিজে রেখে দিন। ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

intro-how-to-store-aloe-vera-600x400

  • ১/৪ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন চাইলে। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ফ্রিজে। ১৫ দিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এর গুণগত মান।
  • অ্যালোভেরা পাতার দুইপাশের অংশ ছুরি দিয়ে সাবধানে ছাড়িয়ে ফেলুন। এবার জেল ছোট ছোট কিউব করে কাটুন। জিপলক ব্যাগে নিয়ে ভেতরের বাতাস বের করে মুখ বন্ধ করে দিন। ডিপ ফ্রিজে রেখে দিন ব্যাগ। ৬ মাস পর্যন্ত ভালো থাকবে জেল। ব্যবহারের একদিন আগে প্রয়োজন মতো অংশ নরমাল ফ্রিজে রাখুন।