নিরাপদ সড়কের দাবিতে বিডি বাইকার্স ক্লাবের মোটরসাইকেল র‍্যালি

নিরাপদ সড়কের দাবিতে এক বিশাল র‍্যালি করেছে বিডি বাইকার্স ক্লাব নামক একটি মোটরসাইকেলভিত্তিক ভ্রমণ সংগঠন। র‍্যালিটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যাত্রা শুরু করে নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ি ইকোপার্কে গিয়ে শেষ হয়।

BBC1
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত সড়ক দুর্ঘটনা দেশের মানুষকে আতংকিত করে তোলে। তাই নিরাপদ সড়ক চেয়ে এই র‍্যালিটি আয়োজন করে বিডি বাইকার্স ক্লাব। র‍্যালিতে প্রায় সাড়ে তিনশোর বেশি বাইকার অংশগ্রহণ করেন। সোনাইমুড়ি ইকোপার্কে বাইকারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে রাস্তায় নিরাপদে চলাচলের বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়। সকল বাইকারদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করা হয়।

BBC2
মোটরসাইকেলভিত্তিক ভ্রমণ সংগঠন বিডি বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আসিফ খান সূর্য ও রবি কিরণ বলেন, ‘আমাদের একটাই দাবি, আমরা নিরাপদ সড়ক চাই। যেখানে দেশের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। আমরা এর আগেও এ ধরনের আয়োজন করেছি। তবে ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত এতো বড় র‍্যালি আমরাই প্রথম করলাম। সামনে আমরা আরও এ ধরনের কাজ করতে চাই যা মানুষের উপকারে আসবে।
আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলা ট্রিবিউন, বিডি নিউজ, ঢাকা এফ এম ও একাত্তর টেলিভিশন।