ছেলেদের ত্বকের যত্ন নেবে যে ফেসপ্যাক

পরিষ্কার ও উজ্জ্বল ত্বক চাই ছেলেদেরও। জেনে নিন ছেলেদের ত্বকের যত্নে কীভাবে ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন।

STORY6

একটি বাটিতে চালের গুঁড়া নিন ২ চা চামচ। আধা চা চামচ হলুদ গুঁড়া ও ৩ চা চামচ লেবুর রস মেশান মিশ্রণে। ভালো করে নেড়ে নিন মিশ্রণটি। শেষে ৩ চা চামচ পানি মিশিয়ে নাড়ুন। ত্বক ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। ত্বক মুছে মুখ ও গলার ত্বকে করে ম্যাসাজ করুন ফেসপ্যাকটি। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন ফেসপ্যাকটি। ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে।  
কেন ব্যবহার করবেন ফেসপ্যাকটি?
চালের গুঁড়া ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক নরম করে এটি। লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান ত্বক ব্লিচ করে প্রাকৃতিকভাবে। এটি ভেতর থেকে পরিষ্কার করে উজ্জ্বল করে ত্বক। হলুদ ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।