ঘরেই বানান অরেঞ্জ-সোডা

orange sodaভীষণ গরম চারপাশে, গরমে প্রাণ ওষ্ঠাগত। যদিও এটা শ্রাবণ মাস। বৃষ্টির ছিটেফোটা নেই। হুটহাট করে বৃষ্টি এসে আবার সেই ত্রাহি ত্রাহি গরম। এসময় নিজেকে ফিট রাখতে প্রয়োজন প্রচুর পান করা। পানির সঙ্গে পানীয় আপনাকে দেবে পরিতৃপ্তি। কেমন হয় যদি ঘরেই বানানো যায় হিমশীতল ওরেঞ্জ সোডা? জেনে নিন খুব সহজে অরেঞ্জ সোডা বানানোর পদ্ধতি।

উপকরণ:

কমলা- ৪/৫টি

চিনি- ৪ টেবিল চামচ

গাজর মিহি কুচি- ১টি

লেবুর রস- ১০০ এমএল

সোডা ওয়াটার/সেভেন আপ/ফান্টা- ১ কাপ

পদ্ধতি:

প্রথমে কমলা চিপে নির্যাস বের করে নিতে হবে। ছেকে নিয়ে তাতে গাজর কুচি ও চিনি মিশিয়ে ফ্রিজে রাখতে হবে। এরপর এতে লেমোনেড বা লেবুর রস যোগ করে সোডা ওয়াটার দিতে হবে। বরফ দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।