চুল ঝলমলে করে লেবু

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ফলিক অ্যাসিড ও মিনারেল রয়েছে। এসব উপকারী উপাদান চুলের বৃদ্ধি বাড়ায়। পাশাপাশি চুলের রুক্ষতা দূর করে সিল্কি ও নরম করে চুল। এছাড়া লেবুর অ্যাসিডিক উপাদান দূর করে খুশকি। জেনে নিন চুলের যত্নে লেবু কীভাবে ব্যবহার করবেন।

Lemon-Shampoo-For-Hair-Growth

  • রাতে ঘুমানোর আগে চুলে তেল ম্যাসাজ করুন। আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করবেন। পরদিন আধা কাপ কন্ডিশনারের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে পুরো চুলে লাগান। আধা ঘন্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুল নরম ও ঝলমলে হবে।
  • শ্যাম্পু করার পর এক মগ পানিতে অর্ধেকটি লেবু চিপে চুল ধুয়ে নিন। দূর হবে চুলের রুক্ষতা।
  • ১ কাপ পানিতে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। জৌলুস ফিরবে চুলের।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট