ঘরে তৈরি মাংসের কিমা

কাবাব কিংবা বার্গার বানাতে চাইলে প্রয়োজন মাংসের কিমার। মাংসের কিমা দিয়ে আরও অনেক মজাদার রান্না করা যায়। যেহেতু কোরবানির অনেক মাংস পড়ে আছে ফ্রিজে, সেহেতু খুব সহজে মাংসের কিমা করে নিতে পারেন ঘরেই। জেনে নিন কীভাবে কিমা বানাবেন।

মাংসের কিমা
কিমা তৈরি করার জন্য এমন মাংস নেবেন যেখানে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত চর্বি আছে। গরু কিংবা খাসির মাংসের কিমা করতে চাইলে ঘাড়ের দিকের মাংস নিন। মুরগির মাংসের কিমা করতে চাইলে রানের দিকের মাংস নেওয়াই ভালো। এতে কিমা অতিরিক্ত শুষ্ক হয় না। মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন ভালো করে। শুকনা তোয়ালে বা কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিন। ছোট ছোট টুকরা করে কাটুন মাংস। একটি ট্রেতে এক লেয়ারে মাংসের টুকরা বিছিয়ে ডিপ ফ্রিজে ১ থেকে ২ ঘণ্টা রাখুন। মাংস শক্ত হয়ে গেলে বের করে চপারের সাহায্যে কিমা তৈরি করুন। চাইলে গ্রিন্ডারেও গ্রিন্ড করতে পারেন। সেক্ষেত্রে গ্রিন্ডার শক্তিশালী হওয়া জরুরি। চপারে কিমা তৈরি করলে কাপের তিনভাগের এক ভাগ মাংস নেবেন। প্রয়োজন মতো সময় নিয়ে কিমা তৈরি করুন। চাইলে একদম ছোট টুকরার কিমা তৈরি করতে পারেন। একটু বড় করেও কিমা বানানো যায়। রেসিপি অনুযায়ী বানিয়ে ফেলুন মাংসের কিমা।  

তথ্য ও ছবি: সেলিনা রহমান