হাঁড়ির পোড়া দাগ দূর করুন ঝটপট

খাবার পুড়ে দাগ হয়ে গেছে হাঁড়িতে? শক্তিশালী এই দাগ কিন্তু উঠিয়ে ফেলতে পারেন খুব সহজেই। আবার দীর্ঘদিন ব্যবহার করতে করতে হাঁড়ির উল্টো দিকও হয়ে যায় কালচে। হাঁড়ি আবার নতুনের মতো ঝকঝকে করতে চাইলে জেনে নিন করণীয়।

cleaning_stainless_steel_pot_l3 হাঁড়ির উপরের অংশের পোড়া দাগ দূর করার জন্য ১ চা চামচ ডিটারজেন্ট পাউডার নিন।
আধা চা চামচ বেকিং সোডা দিয়ে পানি ভর্তি করুন হাঁড়িতে। চুলায় চাপিয়ে দিন। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। বলক উঠে গেলে নামিয়ে পানি ফেলে দিন। শক্ত স্পঞ্জে খানিকটা ডিশ ওয়াশিং সোপ মাখিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন পোড়া দাগ।
উল্টো দিকের কালচে দাগ দূর করতে চাইলে পুরনো কড়াইয়ে উপরের মিশ্রণটি পানিসহ চুলায় দিন। হাঁড়ির পোড়া অংশ ডুবিয়ে দিন কড়াইয়ে। বলক উঠলে নামিয়ে পরিষ্কার করে ফেলুন আগের পদ্ধতিতেই। পুরনো কড়াইটিও পরিষ্কার হয়ে যাবে একইভাবে!