খুশকির সমস্যায় ভুগছেন?

বিরক্তিকর খুশকি দূর করতে পারেন হাতের কাছে থাকা উপাদানের সাহায্যে। খুশকির জন্য দায়ী জীবাণু দূরের পাশাপাশি চুল উজ্জ্বল ও ঝলমলে করে এসব হেয়ার প্যাক। জেনে নিন ঘরে তৈরি ৩ হেয়ার প্যাক সম্পর্কে।   

main-qimg-0d25ab68c115ff660b323d6eab6b3acd

লেবুর রস ও দই
একটি ছোট বাটি ভর্তি টক দই নিন। অর্ধেকটি লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন চক্রাকারে। সম্পূর্ণ চুলেও লাগান। ১০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
কলা ও আপেল সিডার ভিনেগার
১টি কলা চটকে নিন। ২ কাপ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।
নিম ও অলিভ অয়েল
শুকনো নিম পাতা নিন ৫টি। নিম পাতা গুঁড়া করে ৪ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি আধা ঘণ্টা চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দূর হবে খুশকি।

তথ্য: গ্লোপিঙ্ক