ফিটকিরির ৬ ব্যবহার

সাধারণত পানি পরিশোধন করতে ফিটকিরি ব্যবহৃত হয়। পাশাপাশি আরও বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন ফিটকিরিকে। জেনে নিন কীভাবে।

ফিটকিরি

  • ব্রণ দূর করতে ফিটকিরির সাহায্য নিতে পারেন। এক চা চামচ মুলতানি মাটির সঙ্গে দুই চা চামচ ডিমের সাদা অংশ ও এক চা চামচ ফিটকিরির গুঁড়া মেশান। প্যাকটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে দূর হবে ব্রণ।
  • ফিটকিরি ঘামের দুর্গন্ধ দূর করে। ফিটকিরির গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে বগলের অংশ ধুয়ে নিন। ঘামের দুর্গন্ধ কমে যাবে।
  • দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এক গ্লাস পানি ফুটান। এক চিমটি লবণ ও ফটকিরির গুঁড়া মিশিয়ে নিন ফুটন্ত পানিতে। মিশ্রণটি ঠাণ্ডা হলে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে।
  • ত্বকের বলিরেখা দূর করে ফিটকিরি। এক টুকরো ফিটকিরি পানিতে ভিজিয়ে মুখে ভালো করে ঘষুন। ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • উকুন দূর করতে সাহায্য নিতে পারেন ফিটকিরির। সামান্য পানিতে ফিটকিরির গুঁড়া ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি মাথার ত্বকে ঘষুন সময় নিয়ে। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • এক মগ পানিতে ১ চা চামচ ফিটকিরি পাউডার মেশান। পা ডুবিয়ে রাখুন পানিতে। চলে যাবে পায়ের দুর্গন্ধ।