অনলাইন কেনাকাটায় ঠকছেন না তো?

ব্যস্ততার জন্য আজকাল অনেকেই অনলাইনে সেরে ফেলেন কেনাকাটা। অনলাইনে পণ্য কিনতে চাইলে থাকতে হবে সচেতন। নাহলে ঠকে যেতে পারেন যেকোনও সময়ই।  

shop4

  • পরিচিত কেউ কিনেছে এমন অনলাইন শপ থেকে কেনাকাটা করবেন সবসময়। এতে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
  • কেনার আগে অবশ্যই পণ্যের বিস্তারিত বিবরণ যাচাই করে নেবেন। সাইজ, রঙ, দাম- সবকিছু ভালো করে দেখে তারপর অর্ডার করবেন পণ্য।
  • বিভিন্ন উপলক্ষে অনলাইন শপগুলো ছাড় দেয়। বড় কেনাকাটাগুলো এসময় সেরে ফেলতে পারেন।
  • যে অনলাইন শপ বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন, সবসময় সেটির কার্যক্রম লক্ষ রাখবেন। এতে অনেক অফার নজর এড়িয়ে যাবে না।
  • কোনও নির্দিষ্ট পণ্য কেনার আগে সেটি অন্যান্য অনলাইন শপ বা সাইটে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা নিয়ে খোঁজখবর নিন।
  • অনলাইন কেনাকাটার ক্ষেত্রে রিভিউ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই রিভিউ যাচাই করে তারপর কিনবেন।

তথ্য: ব্রাইট সাইট