পুরান ঢাকার আকাশ আজ রঙিন হবে ঘুড়িতে

ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আজ ১৪ জানুয়ারি। মাঘের প্রথম দিন মহাসমারোহে পালিত হয় এই ঘুড়ি উৎসব। অবশ্য পরের দিনও অনেকে পালন করেন এই উৎসব। পুরান ঢাকার ছাদে ছাদে নাটাই-ঘুড়ি হাতে মেতে ওঠে ছেলে-বুড়োর দল। সন্ধ্যার পর আতশবাজির আলোকচ্ছটায় রঙিন হয়ে ওঠে আকাশ। পাশাপাশি উড়তে থাকে অসংখ্য ফানুশ।

IMG_20180114_172137
১৪ ও ১৫ জানুয়ারি দুইদিন বাড়িতে বাড়িতে চলে অতিথি অ্যাপায়ন। পৌষবিদায়ী এই অনুষ্ঠানে পিঠা-পুলি, ঝালমুড়িসহ নানা আয়োজন থাকে পুরান ঢাকার প্রায় প্রতিটি বাড়িতেই।  

ছবি: ২০১৮ সালের সাকরাইন উৎসবে তোলা